রোববার মুম্বইয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। এবারের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কারিনা কাপুর। ‘জানে জান’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে ‘অমর সিং চামকিলা’ ওয়েব ছবিতে কিংবদন্তি গায়ক অমর সিং চামকিলার চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা–গায়ক দিলজিৎ দোসাঞ্জ।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা