পটুয়াখালীর গলাচিপায় মো. সাইফুল ইসলাম নামে এক জেলের জালে ৫০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ ধরা পড়েছে। রোববার উপজেলার পক্ষিয়া বন সংলগ্ন আগুনমুখা নদী থেকে কচ্ছপটি জালে আটকা পরে। একইদিন বনকর্মীরা ওই কচ্ছপটি উদ্ধার করে আগুনমুখা নদীতে অবমুক্ত করেন।
গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের জেলে সাইফুল ইসলাম বলেন, শনিবার রাতে ইলিশ মাছ ধরার জন্য জো (জোয়ার) এর সময় তিনি আগুন মুখা নদীতে জাল ফেলেন। পরদিন ভোরে জাল তোলার সময় প্রায় ৫০ কেজি ওজনের একটি কচ্ছপ ধরা পড়ে। কচ্ছপটি লোন্দা স্লুইস গেট এলাকায় আনা হলে মানুষের ভিড় জমে যায়।
জেলে মো. ফারুক মিয়া ও ওয়াসিম মৃধা বলেন, তারা কখনো এ ধরনের কচ্ছপ আর আগুনমুখা ধরা পড়তে দেখেননি। পক্ষিয়া বন বিভাগের বিট অফিসার মো.জামাল হোসেন বলেন, জেলের জালে ধরা পড়া জলপাইরাঙ্গা কচ্ছপটি বাংলাদেশে পান্না কাছিম নামে পরিচিত। তিনি দীর্ঘ দুই যুগের চাকরি জীবনে সেখানে এত বড় সামুদ্রিক কচ্ছপ ধরা পড়তে দেখেননি। কচ্ছপটি উদ্ধার করে নদীতে অবমুক্ত করার বিষয়টি নিশ্চিত করে গলাচিপা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন বলেন, রোববার বিকেলে আগুনমুখা পানপট্টি এলাকা সংলগ্ন আগুনমুখা নদীতে কচ্ছপটি অবমুক্ত করা হয়।