বাড়ির একাংশ ভেঙে ফেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেই পোস্টে তিনি উদ্ধব ঠাকরের সরকারের উদ্দেশে উগরে দিয়েছিলেন ক্ষোভ। কঙ্গনা বলেছিলেন— উদ্ধব ঠাকরে, আপনি কী ভাবছেন ‘মুভি মাফিয়া’দের সঙ্গে হাত মিলিয়ে আমার বাড়ি ভেঙে আপনি বিরাট বড় প্রতিশোধ নিলেন? আজ আমার ঘর ভেঙেছে। কাল তোর অহঙ্কার ভঙ্গ হবে। সময় বলে দেবে সবটা। মনে রাখবেন। পরিস্থিতি সব সময় এক রকম থাকে না। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই উদযাপনে মেতেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। নির্বাচনে পরাজিত উদ্ধব ঠাকরের দল। বিপুল ভোটে এগিয়ে জয়ী হয়েছে বিজেপি–শিবসেনা (একনাথ শিন্দে)-এনসিপির (অজিত পওয়ার) জোট। উদ্ধব ঠাকরের হারের পর কঙ্গনার ভক্ত–অনুরাগীরা মনে করিয়ে দিয়েছেন ২০২০ সালের একটি ঘটনা। সেই বছর মুম্বাইয়ে বেআইনি নির্মাণের অভিযোগে অভিনেত্রীর বাড়ির কিছু অংশ ভেঙে ফেলে বিএমসি (বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল করপোরেশন)। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছিলেন কঙ্গনা। আর মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে শাপশাপান্তও করেছিলেন অভিনেত্রী। তাকে হেনস্তা করার পাল্টা অভিযোগ এনেছিলেন বলিউডের কুইন। খোঁচা দিয়ে বলেছিলেন— মুম্বাইতে গণতন্ত্রের মৃত্যু হয়েছে।
এবার মহারাষ্ট্র বিধানসভার ফল প্রকাশের পর কঙ্গনা মনে করেন, উদ্ধব তার কর্মফল ভোগ করছেন। সোমবার সংবাদ সংস্থাকে এ অভিনেত্রী বলেন, আমি আশা করেছিলাম, এমনই ফল হবে। ইতিহাস সাক্ষী থাকবে, দানব ও দৈত্যকে আমরা কীভাবে চিনলাম। নারীদের যারা অসম্মান করেন, তারা দানব ছাড়া আর কিছু নয়। কঙ্গনা আরও বলেন, ওরা আমার বাড়ি ভেঙেছিল। আমাকে গালাগাল করেছিল। তাই এই ফলাফল তো হওয়ারই ছিল। ওরা ঠিক–ভুলের মধ্যে পার্থক্য বুঝতে পারে না, সেটাই প্রমাণ হলো।