গাজীপুরে ২২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে দুইজন নারী। শুক্রবার রাতে মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) গাজীপুর সিটি করপোরেশনের মারিয়ালী কলাবাগান পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ কমিশনার আবু তোরাব মো: শামসুর রহমান শনিবার দুপুরে তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার রাতে গোপন সূত্রে গোয়েন্দা পুলিশ জানতে পারে মারিয়ালী কলাবাগান পশ্চিমপাড়া এলাকায় কয়েকজন পেশাদার মাদককারবারি মাদকসহ অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে নূরু মিয়া ও মনি বেগমকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে এবং তাদের দেওয়া তথ্য মতে জিএমপি সদর থানাধীন পাজুলিয়া দক্ষিণপাড়া হতে রুমি বেগম ও মো: নাজমুল হোসেনকে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে গাঁজা ক্রয় করে গাজীপুর সিটি করপোরেশনসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জিএমপি সদর থানার মামলা দায়ের করা হয়েছে।