ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। এ জয়ের মাধ্যমে সংসদ সদস্য হওয়ার পথে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি, যেখানে সিপিআই এবং বিজেপি প্রার্থীদের অনেক পেছনে ফেলে তিনি জয় লাভ করেছেন।
গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী ওয়েনাড এবং উত্তর প্রদেশের রায়বেরিলি কেন্দ্র থেকে জয়ী হন। পরে ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দেয়ায় সেখানে উপনির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হিসেবে দাঁড়ান। নির্বাচনী ফলাফলের পর এখন পর্যন্ত দেখা গেছে, প্রিয়াঙ্কা তার দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের সত্যেন মোকেরি এবং বিজেপি প্রার্থীর চেয়ে প্রায় ৪ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
বিকেল ৪টা পর্যন্ত গণনায় প্রিয়াঙ্কা ৬ লাখ ১৮ হাজার ভোট সংগ্রহ করেছেন। তার ভাই রাহুলের ৬ লাখ ৪৭ হাজার ভোটের চেয়ে কিছুটা কম হলেও তার জয় নিশ্চিত হয়ে গেছে। রাহুলের জয়ী মার্জিন ছিল ৩ লাখ ৬৪ হাজার, যা প্রিয়াঙ্কা অতিক্রম করতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। তবে এখন পর্যন্ত তার জয় নিশ্চিত এবং তিনি বিজয়ী হওয়ার পর এক্সের এক পোস্টে বলেন, এই জয়ে আমি অভিভূত। সংসদে আপনাদের আওয়াজ আমি পৌঁছে দেব। আপনাদের আশা ও স্বপ্নপূরণে আপনাদের হয়ে লড়াই করব। প্রিয়াঙ্কার এই জয় শুধু ওয়েনাড নয়, ভারতের অন্যান্য রাজ্যে অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফলেও উল্লেখযোগ্য পরিবর্তন আনে। কেরালার পাশাপাশি মহারাষ্ট্রের নানদেদ আসনে কংগ্রেস প্রার্থী চবন রবীন্দ্র বসন্তরাও পরাজিত হয়েছেন। তবে, সেখানে বিজেপি প্রার্থী সান্তুকরাও হামবরদে ২ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
উল্লেখযোগ্যভাবে, উপনির্বাচন হয়েছিল ভারতের ১৪টি রাজ্যের ৪৭টি বিধানসভা আসনে, যেখানে বিজেপির শক্তি পরীক্ষার মাঠ ছিল। উত্তর প্রদেশের ৯টি আসনের উপনির্বাচনে, যেখানে বিজেপি গত লোকসভা নির্বাচনে খারাপ ফল করেছিল, সেখানে তারা বেশ কিছু আসন ধরে রাখার পাশাপাশি সমাজবাদী পার্টির একটি আসন ছিনিয়ে নেয়ার সম্ভাবনা সৃষ্টি করেছে।
পাঞ্জাবে, আম আদমি পার্টি ৪টি আসনের মধ্যে ৩টি জিতেছে, আর কংগ্রেস ১টি আসন পেয়েছে। কর্ণাটকে কংগ্রেস ৩টি আসন জিতেছে, যেখানে বিজেপি তাদের প্রতিদ্বন্দ্বী ছিল। তবে, আসামে কংগ্রেস তার একটি আসন হারিয়েছে এবং সেখানে এনডিএর জয় হয়েছে। বিহারের ৪টি আসন, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরাখন্ড, ছত্তিশগড় ও গুজরাটের ১টি করে আসন বিজেপির দখলে থাকলেও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সেখানে ৬টি আসনের উপনির্বাচনে তৃণমূল সব কটিই জিতেছে এবং বিজেপি তার একটি আসন হারিয়েছে।