ভয়াবহ রূপ নিয়েছে পাকিস্তানের লাহোরের বায়ুদূষণ। বায়ুদূষণজনিত অসুস্থতায় এরই মধ্যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে প্রায় ৯০০ জন।
দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির বায়ুদূষণ পরিস্থিতি এতটাই চরম হয়েছে যে, রাস্তায় বের হলে চোখে জ্বালাপোড়া ও গলা জ্বলছে।
জানা গেছে, দূষণ থেকে শিশুদের সুরক্ষা দিতে লাহোরের পাশাপাশি পাঞ্জাব প্রদেশের আরও কয়েকটি শহরে সব স্কুল বন্ধ রাখা হয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।
বাতাসের মান নিয়ে তৈরি করা সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা