রাজবাড়ীর পদ্মা নদীতে জেলে সালাম তালুকদারের জালে একটি কুমিরের বাচ্চা ধরা পড়ার পর স্থানীয়রা বাচ্চাটিকে পিটিয়ে হত্যা করেছে। আজ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে রাজবাড়ী জেলার অন্তর মোড় এলাকায়।
স্থানীয়রা জানান, আজ সকালে জেলে সালাম তালুকদারের জালে কুমিরের বাচ্চাটি উঠে আসলে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা। এ সময় জাল থেকে ছাড়ানোর সঙ্গে সঙ্গে কিছু যুবক ও শিশুরা লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে কুমিরের বাচ্চাটিকে পিটিয়ে হত্যা করে নদীর তীরে ফেলে দেয়।
জেলে সালাম তালুকদার বলেন, ‘জাল টানার পর মনে করেছিলাম বড় আকৃতির কোনো মাছ ধরা পড়েছে। পরে দেখি কুমিরের বাচ্চা। পদ্মা নদীতে কুমিরের বাচ্চা উঠে আসায় আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছি। এ ঘটনায় এখন অনেকে নদীতে মাছ ধরতে ভয় পাচ্ছে।’
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা