সামরিক বিশেষজ্ঞ থেকে শুরু করে ইউক্রেনের চাকরিজীবী ও বিশ্লেষকেরা বলছেন, একজন পুতিনবান্ধব প্রেসিডেন্ট হোয়াইট হাউসে যাওয়ার কারণে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেছে। এ বিষয়ে বৃহস্পতিবার আল–জাজিরার এক প্রতিবেদনে ইউক্রেনের ২৯ বছর বয়সী এক যুবকের কথা বলা হয়েছে। ইহোর একজন চাকরিজীবী। একরাশ হতাশা নিয়ে তিনি মত দিয়েছেন, ট্রাম্পের বিজয় মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জয়ী হয়েছেন। ইহোর বলেন, ‘ক্রেমলিনে এখন দারুণ উদ্যাপন চলছে।’
মার্কিন নির্বাচনের প্রেক্ষাপটে ইউক্রেনের বিপুলসংখ্যক মানুষের অনুভূতি ঠিক ইহোরের মতোই। এসব মানুষের ট্রাম্পের রাজনৈতিক পুনরুত্থানকে একটি বড় ধাক্কা হিসেবে দেখেন। ইহোর বিশ্বাস করেন, নতুন বাস্তবতায় নিশ্চিতভাবেই এমন একটি যুদ্ধবিরতি চুক্তি হবে, যা রাশিয়াকে দারুণভাবে লাভবান করবে। এমনও হতে পারে, ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার বলে স্বীকৃতি দেওয়া হবে। এমন হলে এত দিন ধরে যুদ্ধের ময়দানে ইউক্রেনের মানুষের আত্মত্যাগ নিরর্থক হয়ে যাবে। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় মার্কিন সামরিক সহায়তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞরাও। প্রেসিডেন্ট বাইডেনের অধীনে যে মার্কিন সমর্থন পাওয়া গেছে, ইউক্রেনের জন্য তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞ আন্দ্রে প্রোনিন মনে করেন, বিগত মাসগুলোতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন যথেষ্ট সামরিক সহায়তা পেয়েছে। বর্তমানে ইউক্রেনের কাছে যে মজুত রয়েছে তা দিয়ে আরও আট মাস চলা যাবে।