মানুষ যখন প্রশ্ন করতে শিখেছে, তখনই সভ্যতার আলো ফুটতে শুরু করেছে। কুসংস্কারকে ঝেঁটিয়ে বিদায় করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে প্রশ্ন করা। তর্কের মাধ্যমেই সভ্যতার চাকা ঘুরেছে। আগে মানুষের নানা রকম বিশ্বাস ছিল। এমন একটা
কথা ছিল, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্ক করতে করতে মানুষ অনেক দূর এগিয়েছে, বদলে দিয়েছে সমাজটাকে। এই বদলে দেওয়ার হাতিয়ার হচ্ছে প্রশ্ন ও বিতর্ক। গতকাল শুক্রবার রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে বিএফএফ–সমকাল জাতীয় বিতর্ক উৎসবের ১০ম আসরের চূড়ান্ত পর্বের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে দু’দিনব্যাপী এ আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ। পাওয়ার্ড বাই শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। আজ শনিবার বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ আসরের পর্দা নামবে।
যে জনগোষ্ঠী তাদের ভাগ্য বদলাতে টিয়াপাখির কাছে যায়, আংটি পরে এবং গলায় কবচ ঝোলায়; সেই জনগোষ্ঠী অন্ধকারে ঢেকে যায়। এই অন্ধকার দূর করতে হলে দরকার প্রশ্ন করা, বিতর্ক করা। সে জাতি তত উন্নত, যতটা তারা বিজ্ঞান চর্চায় উন্নত। যারা যত বিতর্কের চর্চা করছে, তারা তত সামনে অগ্রসর হচ্ছে। বিতর্ক আমাদের অতীত সমাজে ছিল।
বিতার্কিকদের উদ্দেশে তিনি বলেন, একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য আমরা একাত্তরে অস্ত্র তুলে নিয়েছিলাম। তবে এ দেশকে এগিয়ে নিতে আর অস্ত্র ধরার প্রয়োজন নেই। বরং কলমটাকে শক্ত করে ধরতে হবে। জ্ঞান–বিজ্ঞানের চর্চার মাধ্যমে সবার মালিকানাধীন বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ড. হামিদুল হক খান বলেন, বিজ্ঞান ছাড়া পৃথিবী অচল। বিজ্ঞান ছাড়া আমাদের বিকাশ ঘটবে না। এই আয়োজন বিজ্ঞানকে এ দেশের সব স্থানে পৌঁছে দিচ্ছে।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন, দেশের বিতর্কের ব্যাপ্তির দিক দিয়ে এটা সবচেয়ে বড় আয়োজন। কেননা, দেশব্যাপী এই প্রতিযোগিতা হয়। বর্তমানে তারুণ্যের জয়জয়কার চলছে। তরুণরা কী করতে পারে, তা সবার সামনে উজ্জ্বল। ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন, তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিক।
সমাবেশের সমন্বয়ক আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সমকালের হেড অব ইভেন্টস হাসান জাকির।
উদ্বোধন অনুষ্ঠান শেষে সারাদেশ থেকে আসা ১৬টি দল চূড়ান্ত আসরে অংশ নেয়। তাদের মধ্যে চারটি দল আজ সেমিফাইনাল এবং ফাইনালে অংশ নেবে। দলগুলো হলো– নোয়াখালী জিলা স্কুল, ময়মনসিংহ জিলা স্কুল, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল এবং রাজউক উত্তরা মডেল কলেজ।