‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের মুক্তি’ এই স্লোগান নিয়ে সাংস্কৃতিক সংগঠন ‘বাঁশরী’ বছরব্যাপী উদযাপন করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। তারই ধারাবাহিকতায় এবারে আয়োজন হবে টাঙ্গাইলে।
আজ ও আগামীকাল টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে উদযাপিত হবে দুই দিনব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসব। আজ বিকেল সাড়ে ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে থাকছে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নজরুল সংগীত ও আবৃত্তি। সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে বাঁশরী রেপার্টরি থিয়েটারের নাটক ‘সেতু–বন্ধ’। কাজী নজরুল ইসলামের লেখা এই নাটকটি নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার।
উৎসবের দ্বিতীয় দিন ৫ অক্টোবর ময়মনসিংহের ‘নৃত্যদল’ পরিবেশন করবেন নৃত্যনাট্য ‘বনের বেদে’। বেদেদের জীবন কাহিনি নিয়ে রচিত ‘বনের বেদে’ নজরুলের এক অসাধারণ গীতি আলেখ্য। নৃত্যনাট্যের পর একই মঞ্চে পরিবেশিত হবে ঢাকার শান্ত–মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বহর নাট্যদলের ‘স্বামী–স্ত্রীর ঝগড়া’।
এটি কাজী নজরুল রচিত হাসির নাটক। বাঁশরীর প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান বলেন, বর্তমান সামাজিক–রাজনৈতিক সময়ে নাটকের চর্চা যখন অনেকটা স্তিমিত তখন বাঁশরীর এই আয়োজন নিঃসন্দেহে সাহসী ও অনেক আশাব্যঞ্জক। আশা করছি, দুই দিনের এই উৎসবে প্রতিটি পরিবেশনা দর্শক–শ্রোতাদের আনন্দ দিবে।