ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘বড় ভুল’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এর জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে।
নেতানিয়াহু বলেন, ইরান আজ বড় ভুল করেছে এবং এর জন্য চরম মূল্য দিতে হবে। ইরানি শাসকরা আমাদের প্রতিরক্ষা দৃঢ়সংকল্প এবং শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের মনোবল বোঝে না। তিনি আরো বলেন, যে আমাদের ওপর হামলা করবে, আমরাও তাদের ওপরে হামলা করব, এটি আমাদের নীতি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী তার টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, এই হামলা ব্যর্থ হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাহিনী বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি। আমরা সফলভাবে এই হামলা প্রতিরোধ করেছি।
তিনি আরো বলেন, এই হামলা আমরা সবদিক থেকে ব্যর্থ তরে দিয়েছি। ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিরোধ করেছে। আমি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহায়তার জন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
এর আগে ইসরায়েল জানিয়েছিল, ইরান থেকে আসা ব্যাপক মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা তাদের দেশে আঘাত হানে। পুরো দেশে বিমান হামলার সতর্কতা জারি করা হয় এবং দেশের সাধারণ জনগণকে নিরাপদে আশ্রয়ের নেয়ার নির্দেশ দেয়া হয়। সর্বশেষ তথ্যানুযায়ী, ইরানের প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছিল। তবে ইসরায়েল বলেছে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে দিয়েছে।