‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্টে অংশ নিতে বাংলাদেশে আসেন পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডদল জাল’র সদস্যরা। গতকাল শনিবার ঢাকার যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে অনুষ্ঠিত কনসার্টে অংশ নেন তারা। কনসার্ট শেষ করে ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন দলটির সদস্যরা।
তবে যাওয়ার আগে মজার একটা ঘটনা শেয়ার করছেন জাল’র গায়ক গহর মমতাজ। কনসার্টের আগের দিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন এই গায়ক। তখন এদেশ সম্পর্কে তার মন্তব্যটা ছিল এমন– ‘বাংলাদেশের পোশাক দারুণ। বিশেষ করে শাড়ি খুবই জনপ্রিয়। আমার স্ত্রী অনুরোধ করেছে শাড়ি কেনার জন্য। বারবার ফোন করছে শপিং করেছি কিনা।’
কথা বলেন খাবার নিয়েও। প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন জিনিসটি ভালো লেগেছে? পুরান ঢাকা নিয়ে তিনি বলেন, ‘আমার দেশি খাবারের সঙ্গে মিল রয়েছে বাংলাদেশের খাবারের। এখানকার নিহারি, হালিম খেতে অসাধারণ। এত ভালো লেগেছে একবারে দুই বারের খাবার খেয়ে নিয়েছি।’
এদিকে, গেল শুক্রবার ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্টটি হওয়ার কথা থাকলেও বৃষ্টি ও নিরাপত্তা ইস্যুতে এটি অনুষ্ঠিত হয় শনিবার। কনসার্টের দলটির পাশাপাশি আরও সংগীত পরিবেশন করে বাংলাদেশের ভাইকিংস, অর্থহীন, কনক্লুশনসহ আরও কয়েকটি দল।