যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় হেলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকেআঘাতহানে ৪ ক্যাটাগরির এই হারিকেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, হারিকেনের প্রভাবে উপকূলীয় এলাকায় কয়েক ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। কোথাও কোথাও ২০ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
ঝড়ের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট । বন্ধ রয়েয়েছে ফ্লোরিডা বিমানবন্দর। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয় যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ঝড়ের প্রভাবে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য জর্জিয়া, নর্থ ও সাউথ ক্যারোলিনাতেও বৃষ্টিপাত হচ্ছে। ফ্লোরিডা ও আশপাশের অঙ্গরাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা