নাটোরের লালপুরে পদ্মা নদীতে আকস্মিকভাবে পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে চরাঞ্চলের ৪৭৫ হেক্টর জমির আবাদি ফসল। আজ বুধবার ঈশ্বরদী হার্ডিং ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা ১২ দশমিক ৩২ মিটার হওয়ায় লালপুরে পদ্মার পানি বিপদসীমার দেড় মেটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, আগামী পাঁচ থেকে সাত দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
বিলমাড়ীয়া গ্রামের কৃষক মোহাম্মদ আলী জানান, হঠাৎ পানি বেড়ে তার জমিতে মুলা ও বেগুনের আবাদ তলিয়ে গেছে। পদ্মার চর এলাকায় গত দুই দিন পদ্মা পানি বৃদ্ধি পাওয়ায় বিলমাড়ীয়া, নওশারা সুলতানপুর, চাকলা বিনোদপুর, শংকরপুর, আরাজি বাকনাই, রসুলপুর ও মোহরকয়া আংশিকসহ প্রায় ১৮টি চর এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া, চরাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় গোখাদ্য সংকটে বিপাকে পড়েছে এখানকার গরু মহিষ খামারিরা। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে প্রায় পাঁচশ পরিবার পানিবন্দি হয়ে যাবে।
উপজেলা কৃষি অফিস জানায়, পানি বাড়ায় ৪১০ হেক্টর আখ, ৪৫ হেক্টর শাকসবজি, ১০ হেক্টর কলা, ও ১০ হেক্টর মাসকালাই পানিতে তলিয়ে গেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় জানান, হঠাৎ পানি বৃদ্ধি হওয়ায় ফসল ডুবে গেছে। পানি কমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, পানিতে ঢুবে যাওয়া এলাকাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে জনপ্রতিনিধিদের ও কৃষি দপ্তরকে বলা হয়েছে। পানি নেমে গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।