ইউরোপিয়ান কোনো ক্লাবের হয়ে সবচেয়ে কম ম্যাচে ১০০ গোল করার মাইলফলক ছোঁয়ার রেকর্ডটি এককভাবে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে।সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল আর্লিং হল্যান্ডের।তবে চ্যাম্পিয়নস লীগের প্রথম ম্যাচে গোল না পাওয়ায় সেটি আর হয়নি।তবে ঠিকই ভাগ বসিয়েছেন পর্তুগীজ মহাতারকার রেকর্ডে।
রোববার আর্সেনালের বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটির জার্সিতে নিজের শততম গোলের দেখা পান নরওয়েজীয় ফরোয়ার্ড। যা ছুঁতে তাকে খেলতে হয়েছে ১০৫টি ম্যাচ।
সমান ম্যাচ খেলেই রিয়াল মাদ্রিদের ২০১১ সালে শততম গোলের দেখা পান রোনালদো। সেই রেকর্ড ভাঙার সুযোগ অবশ্য আগেই এসেছিল হালান্ডের।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে জালের দেখা পাননি তিনি, ম্যাচটি গোলশূন্য ড্র করে ম্যানচেস্টার সিটি।সে ম্যাচে গোল পেলে নতুন রেকর্ড করে ফেলতেন হল্যান্ড।
২০২২ সালের মে মাসে সিটিতে যোগ দিয়ে অভিষেক মৌসুমেও গোলের অনেক রেকর্ড গড়েন এই স্ট্রাইকার। পরের মৌসুমে সংখ্যাটা কমলেও প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন তিনি।
এবারও একই ছন্দে এগিয়ে, টানা তৃতীয়বারের মতো গোল্ডেন শু জয়ের পথে ছুটছেন হল্যান্ড। পাঁচ ম্যাচে ১০ গোল হলো তার, এক মৌসুমে যা দ্রুততম।
আগের এই রেকর্ডেও আছে তার নাম, ২০২২–২৩ আসরে ছয় ম্যাচে ১০ গোল করেছিলেন তিনি। তার আগে ১৯৯২–৯৩ আসরে সাবেক ইংলিশ ফরোয়ার্ড মিকি কোয়েন কভেন্ট্রি সিটির হয়ে সমান ছয় ম্যাচে ১০ গোল করেছিলেন।