বলিউডের প্রথম সুপারস্টার বলা হয় রাজেশ খান্নাকে। তার মেয়ে টুইঙ্কেল খান্না বলিউড অভিনেতা অক্ষয় কুমারের জীবনসঙ্গী। অক্ষয়–টুইঙ্কেল দম্পতিকে নিয়ে বলিউড বরাবর সরব থাকে। তারা দাম্পত্য জীবনে সফল জুটি হিসেবে অধিক পরিচিত। ২০০১ সালের ১৭ই জানুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েন তারা। তার আগে চুটিয়ে প্রেম করেছেন দু’জন। অক্ষয় বলেন, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি রাজেশ খান্নার মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা