স্যার অ্যালেক্স ফার্গুসনের পিতৃস্নেহে তিনি হয়ে ওঠেন সময়ের সেরা তারকা। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন অনন্য। ইংলিশ ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ঘুরে ২০২১ সালে পুনরায় যোগ দিয়েছিলেন নিজের প্রিয় ক্লাব ইউনাইটেডে। সেখানে কোচ এরিক টেন হাগের সঙ্গে বনিবনা না হওয়ায় এক বছরের মধ্যে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে চলে যান সৌদি ক্লাব আল নাসরে।
পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, রোনালদোর হৃদয়ে সব সময়ই থাকে ম্যানইউ। কিন্তু ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন ক্লাবটির কোচের পদ ছেড়ে দেওয়ার পর বড় কোনো ট্রফি নেই ইউনাইটেডের শোকেসে। বিষয়টি রোনালদোকে ব্যথিত করেছে। তাই সাফল্যের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের পুনর্গঠনের প্রয়োজন বলে ‘রিও ফার্দিনান্দ পডকাস্টে’র সঙ্গে বলেন সিআর সেভেন, ‘আমার মতে, তাদের সবকিছু নতুন করে গড়ে তুলতে হবে। পুনর্গঠনে ক্লাবের সময় প্রয়োজন। এটা এখনও বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি, কিন্তু তাদের পরিবর্তন দরকার। এটাই যে একমাত্র পথ, সেটা তারা বুঝতেও পারছে। আমি বিশ্বাস করি, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। তারা কেবল মেধার ওপর ভরসা করছে না। তাদের গোড়া থেকে পুনর্নির্মাণ করতে হবে। নয়তো তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। অসম্ভব হয়ে পড়বে। হ্যাঁ, তারা ক্যারাবো কাপ জিতেছে। আমার মতে, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ কিংবা প্রিমিয়ার লিগই আসল।’
২০০৩ সালে স্পোর্টিং লিসবন থেকে ইউনাইটেডে আসা রোনালদো ক্লাবটির হয়ে তিনটি প্রিমিয়ার লিগ, দুটি লিগ কাপ, একটি করে কমিউনিটি শিল্ডকাপ, এফ এ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব কাপের শিরোপা জিতেছিলেন। ২০২১ সালে দ্বিতীয়বার ক্লাবটিতে যোগ দেওয়ার পরও বেশিদিন থাকতে না পারার জন্য কোচ এরিক টেন হাগকে দায়ী করেছেন। আর দলের এই অবস্থার জন্যও রোনালদো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন টেন হাগকে, ‘কোচ বলেছেন, তারা প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লড়াই করতে পারবে না। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে আপনি এভাবে বলতে পারেন না, লিগ অথবা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার জন্য লড়াই করতে পারবেন না। আপনি মনে মনে বলতে পারেন, আমাদের হয়তো সেই সামর্থ্য নেই, কিন্তু আমি (প্রকাশ্যে) তা বলতে পারি না। বলতে হবে, আমরা চেষ্টা করব।’
গত বছরের ডিসেম্বরে ব্রিটিশ ধনকুবের স্যার জিম র্যাটক্লিফ ক্লাবটির ২৫ শতাংশ মালিকানা কিনে নেন। চলতি মৌসুম শুরুর আগে সহকারী কোচ হিসেবে ক্লাবের সাবেক ফুটবলার রুড ফন নিস্টলরয়কে নিয়োগ দিয়েছে ইউনাইটেড। ক্লাবের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রোনালদো, ‘সঠিক জ্ঞান ছাড়া আপনি ক্লাবের পুনর্গঠন করতে পারবেন না। আমি বিশ্বাস করি, রুড এ ক্ষেত্রে সাহায্য করতে পারবেন। কারণ তিনি এই ক্লাবের ছিলেন। তিনি ক্লাবটি সম্পর্কে জানেন, এর সমর্থকদেরও বোঝেন। যদি কোচ (টেন হাগ) তাঁর কথা শোনেন, তা হলে আমার মনে হয়, তারা ক্লাবের কিছুটা হলেও উন্নতি করতে পারবেন।’