সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে ভারতে পাচারের সময় ৪৬ কেজি ৫০০ গ্রাম ইলিশ মাছ জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সুনামগঞ্জ–২৮ ব্যাটালিয়নের একটি টহল দল অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে চোরাকারবারিরা ইলিশ মাছ ভারতে পাচারের চেষ্টা করছিল। এমন সংবাদের ভিত্তিতে লাউড়েরগড় ক্যাম্পের কমান্ডার মুহিদুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ২টি কর্কশিট ভর্তি ইলিশ মাছ ফেলে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, সীমান্ত এলাকার বাসিন্দারা নিজেরাই ইলিশ মাছ সহজে পান না, অথচ চোরাকারবারিরা দেশের মূল্যবান সম্পদ বিদেশে পাচারের চেষ্টা করছে। তারা আরো বলেন, বেশি লাভের আশায় দেশের সম্পদ পাচার করা চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন।
বিজিবির লাউড়েরগড় ক্যাম্পের কমান্ডার মুহিদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, দেশের সম্পদ রক্ষায় বিজিবি কোনো ছাড় দেবে না এবং এ ধরনের অপকর্ম রোধে তাদের টহল ও নজরদারি আরো জোরদার করা হবে।