ফেনীতে একদিনে ২৪ জন সাপে কাটা রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া বেড়েছে ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগী। বৃহস্পতিবার ফেনী জেনারেল হাসপাতালের চিত্র।
সাপে কাটা রোগী ফেনী সদর উপজেলার আলোকদিয়া গ্রাম থেকে আসা সাদিয়া সুলতানাকে হাসপাতালে চিকিৎসা নিতে আসলে শোরগোল বেঁধে যায়।
সাপে কাটা রোগী নিয়ে আসা দিদারুল ইসলামের অভিযোগ হাসপাতালে আসার পর জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক বলেন, এটা নাই, ওটা নাই। তারা যেন চিকিৎসা দিতে অনীহা।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মোবারক হোসেন দুলাল জানান, আকস্মিক বন্যায় জরুরি বিভাগসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি, আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কক্ষগুলো পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ চলছে। আশা করি আগামী দুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা