লালমোহনে আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এই উপজেলায় এ বছর বৃষ্টির কারণে কিছুটা দেরি হচ্ছে আমন আবাদে। উপজেলায় এ বছর মোট ২৩ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
লালমোহন উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, লালমোহন পৌরসভায় ৩৫০ হেক্টর, ধলীগৌরনগর ইউনিয়নে ৩ হাজার ৪৫ হেক্টর, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে ২ হাজার ৭৫০ হেক্টর, লালমোহন ইউনিয়নে ১ হাজার ৯০০ হেক্টর, চরভূতা ইউনিয়নে ২ হাজার ৬৩০ হেক্টর, রমাগঞ্জ ইউনিয়নে ১ হাজার ৫৯০ হেক্টর, ফরাজগঞ্জ ইউনিয়নে ২ হাজার ২০ হেক্টর, বদরপুর ইউনিয়নে ৩ হাজার ৫৬০ হেক্টর, কালমা ইউনিয়নে ৩ হাজার ১০০ হেক্টর এবং পশ্চিম চরউমেদ ইউনিয়নে ২ হাজার ৬৫৫ হেক্টর জমিতে এ বছর আমন আবাদ হবে। এরমধ্যে রয়েছে উফশী জাতের; বিআর–১১, বিআর–২২, বিআর–২৩, ব্রি ধান–৪১, ব্রি ধান–৪৪, ব্রি ধান–৪৯, ব্রি ধান–৫২, ব্রি ধান–৭২, ব্রি ধান–৭৩, ব্রি ধান–৭৫, ব্রি ধান–৭৬, ব্রি ধান–৭৭, ব্রি ধান–৮৫, ব্রি ধান–৮৭, ব্রি ধান–৯৩ এবং ব্রি ধান–৯৫।
এ ছাড়া স্বর্ণা জাতের বিনা ধান–১৭ এবং বিনা ধান–২০। অপরদিকে লালমোহন উপজেলায় স্থানীয় জাতের কাজল শাইল, ঘিকজ, কালিজিরা, কালাকোরা, লোতর, টেপু এবং লেম্ভু ধান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু হাসনাইন জানান, এ বছর বৃষ্টির কারণে কিছু কিছু এলাকার কৃষকদের বীজতলা নষ্ট হয়েছে। যার জন্য চাষাবাদেও একটু দেরি হচ্ছে।