আমি খুশি মহা খুশি
তোমার পরশ পেয়ে
আমোদ করি উল্লাস করি
আজব খাবার খেয়ে।
বসে বসে খেয়ে চলি
হিসেব কে বা রাখে
মাসুল তার কে যে দেয়
কোন সে কারণে।
পেয়ে যারা করে দান
দাতা তারা নহে
দাতা তিনি করেন দান
অসীম আঁধার হতে
দাতা হলে প্রেমের সাগর
আদি–অন্ত বহে
অতুল নজীর দিলেন তিনি
সলিব–বিদ্ধ দেহে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা