আজকে সবার বলতে হবে
কোন ভাষাটি প্রয়োজন পড়ে
খোদার পথে চলতে?
কোন খাবার খেয়ে যাবো
তাঁরই আঙ্গিনাতে
কোন পোশাকে তৃপ্ত তিনি
তাঁরই মুনাজাতে?
কোন গৃহে বন্দি তিনি
আছেন আজীবন,
কোন বারান্দায় গেলে পাবো
তাঁরই প্রফুল মন
খোদার চেহারা বুঝতে হবে
তাঁরই প্রতিরূপে
নতুবা মহা ভুল হবে
নরঘাতির হাতে
নরঘাতি ইতর প্রাণি
বিশ্ব সভ্যতা বিনাশকারী
সদা থাকে ব্যস্ত তালে
ছড়াতে খোদার গ্লানি
মহান মাবুদ প্রেমের প্রতিক
প্রেমে সদা বাস
প্রেমের মাঝে খুঁজে পাবে
মাবুদের নির্জাস
প্রেমে মোরা গড়ি বিশ্ব
চলি প্রেমের পথে
হৃদে বাজে মিলনের ধ্বনি
প্রেমের যমুনাতে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা