নতুন করে শান্তি চুক্তি
কোন আহাম্মক করে উক্তি
চল্লিশ বছর পরে
কি করে হবে স্বজন তারা
কাজী ডাকতে চায় যারা
বৃদ্ধ বৃদ্ধার ঘরেÑ
একাত্তরে মোরা গড়েছি
আন্দোলন দেশ জোড়া
শৃঙ্খল ভাঙ্গার তরে
রক্তাক্ত গঙ্গা বহাতে
ছিল না কোনো আপন–পরা
ছিনিয়ে এনেছি স্বাধীনতা
লড়াই করে সদল–বলে
পাহাড়ী বাঙালি অবগাহন মোদের
অভিন্ন কাদা জলে
স্বাধীনতার সুফল যাবে না বিফল
দেহে যতদিন চেতনা রবে
উপভোগ করি একই স্বাধীনতা
ভাই বোন সবে মিলে মিলে
স্বাধীনতা দিয়েছেন বিধাতা মোদের
প্রেমের নির্ঝর থেকে
জনকল্যাণে ব্রতী হলেম
অঙ্গে ঐশী সুধা মেখে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা