মরোক্কোর বিপক্ষে মহানাটকীয় এক হার দিয়ে শুরু।অলিম্পিকে ঠিকে থাকতে হলে পরের দুই ম্যাচে জিততেই হত হ্যাভিয়ের ম্যাশচেরানোর দলকে। সাম্প্রতিক বছরগুলোতে যে ধারাবাহিকতা আলবিসেলেস্তেরা দেখিয়েছে তাতে দাপুটে প্রত্যাবর্তনের অনুমেয়ই ছিল হলোও তাই। পরের দুই ম্যাচে অনায়াস জয় তুলে নিয়ে গ্রুপ পর্বের বাধা পেরিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
অলিম্পিকে ছেলেদের ফুটবলে আজ মঙ্গলবার ‘বি’ গ্রুপ ম্যাচে ইউক্রেনকে ২–০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল উঠেছে আর্জেন্টিনা।১৬ বছর পর গ্রুপ পর্ব উতরে গেছে লাটিন আমেরিকার দেশটি।
মরক্কোর কাছে বিতর্কিত ও নাটকীয় হারে প্যারিস অলিম্পিক শুরু করে আর্জেন্টিনা। ইরাককে হারিয়ে নকআউটের আশা ধরে রাখে। মঙ্গলবার প্যারিস অলিম্পিকে নিজেদের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচেও ইউক্রেনের বিপক্ষে ২–০ গোলের দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। লিওঁর গ্রুপামা স্টেডিয়ামে এই ম্যাচটি জিতে ২০০৮ সালের পর প্রথমবার নকআউটে তারা।
এ জয়ের পরও অবশ্য ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা। পয়েন্ট ও গোল ব্যবধান মরক্কোর সমান হওয়ায় দেখা হয়েছে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ফল। গ্রুপের অন্য ম্যাচে মরক্কো ৩–০ গোলে হারিয়েছে ইরাককে। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২–১ গোলে হারানো মরক্কো হয়েছে গ্রুপসেরা। আজ ‘সি’ গ্রুপের ম্যাচে স্পেনকে ২–১ গোলে হারিয়েছে মিসর।
ইউক্রেনের বিপক্ষে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় আর্জেন্টিনা। ১০ মিনিটের মধ্যে গোলের একাধিক সুযোগও তৈরি করে তারা, কিন্তু পাওয়া হয়নি কাঙ্ক্ষিত গোলটি। শুরুর চাপ সামলে আক্রমণে যাওয়ার চেষ্টা করে ইউক্রেনও। পরপর কয়েকটি আক্রমণও শানায় তারা। কিন্তু গোল আদায় করতে পারেনি তারা। প্রথম ৩০ মিনিটে ম্যাচের প্রায় পুরোটাই দখলে ছিল আর্জেন্টিনার।
গোলশূন্য প্রথমার্ধের পর ৪৭ মিনিটে থিয়াগো আলমাদার গোলে লিড নেয় লবিসেলেস্তেরা।এগিয়ে যাওয়ার পরেও ম্যাচে দাপট ধরে রাখে দলটি। এরপর বদলি খেলোয়াড় ক্লদিও এচেভেরি যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।