সম্প্রতি সহিংসতায় নিহতদের স্মরণে দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। কর্মসূচিতে ফলোব্যাজ ধারণ, শোকর্যালি, নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের।
রাজশাহী
আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে মঙ্গলবার সকালে কুমারপাড়ার মহানগর কার্যালয়ে কালোব্যাজ ধারণ করা হয়। মহানগরীর গ্রেটার রোড মসজিদে জোহরের নামাজ আদায় ও সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগরীর সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এদিকে সহিংসতায় নিহতদের স্মরণে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে কালোব্যাজ ধারণ কর্মসূচি, শোক পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা–কর্মচারীরা কালোব্যাজ ধারণ করে শোক পালন করেন।
জাবি
কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শোক পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। তবে এই শোক কর্মসূচিকে প্রত্যাখ্যান করে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে মৌন মিছিল করেছে বিভিন্ন বিভাগের একদল শিক্ষক।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে প্রশাসনের শোক পালনের বিষয়টি জানানো হয়। এ ছাড়া একই দিন উপাচার্যসহ প্রশাসনে থাকা অন্য শিক্ষকবৃন্দ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ভাঙচুর হওয়া কক্ষগুলো পরিদর্শন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অন্যদিকে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুম, খুন, নির্যাতন, আটকের প্রতিবাদ জানিয়ে ও রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে মুখে লাল কাপড় বেঁধে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে মৌন মিছিল করেছে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
টাঙ্গাইল
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কালোব্যাজ ধারণের পর আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন, প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. সিরাজুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বশেমুরবিপ্রবি
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দিনব্যাপী শোক পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের অফিসকক্ষে কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিশ^বিদ্যালয়ের ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মোবারক হোসেন, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শরাফত আলী, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, প্রকৌশলী (চুক্তিভিত্তিক) এস এম এস্কান্দার আলী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক (চুক্তিভিত্তিক) মোহাম্মদ আশরাফ উদ্দিন, প্রমুখ উপস্থিত ছিলেন।
পটিয়া, চট্টগ্রাম
পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন প্রেস ক্লাবের সিনিয়র সহ–সভাপতি এটিএম তোহা। উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কাদের, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, কার্যকরী সদস্য কাউছার আলম, গিয়াস উদ্দিন, রনি কান্তি দেব, আবদুল্লাহ আল নোমান, সাংবাদিক হেলাল উদ্দিন নীরব, শহীদুল ইসলাম।
গাজীপুর
মঙ্গলবার সকালে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোক পালনের অংশ হিসেবে কালোব্যাজ ধারণ, নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মহানগর আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন সরকার রিপন, আব্দুল হালিম সরকার, হীরা সরকার, আবুল কাশেম, জয়নাল আবেদিনসহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে জেলা শহর জয়দেবপুরসহ অন্য স্থানেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়।
সিলেট
নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করেছে সিলেট সিটি করপোরেশন। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মঙ্গলবার দুপুর দেড়টায় সিটি করপোরেশন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের পেশ খতিব ও ইমাম হাফিজ মো. আলীর পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিটি করপোরেশেনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অব.) লে. কর্নেল একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আমিন, নির্বাহী প্রকৌশলী (পানি) আব্দুস সোবহান, জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্করসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ।
লক্ষ্মীপুর
জেলা শহরের ঐতিহ্যবাহী চকবাজার জামে মসজিদ, কালেক্টরেট ভবন মসজিদ, সোনামিয়া জামে মসজিদ, লিল্লাহ জামে মসজিদ, উপজেলা জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে বাদ জোহর নাশকতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে কোরানখানি ও দোয়া অনুষ্ঠিত হয়। ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে ও সংস্থার উপ–পরিচালক জাকির হোসেনের সঞ্চালনায় আয়োজিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মওলানা মোকতার আহমেদ।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সংসদ সদস্য ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কবির হোসেন পাটওয়ারী, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াসহ দলীয় নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন।