চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কেজি ওজনের কোকেনসদৃশ বস্তুসহ বিদেশি এক নারীকে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যাগেজ গ্রহণ করতে বিমানবন্দরে এলে বাহামার নাগরিক ওই নারীকে আটক করা হয়।
তার ব্যাগেজে থাকা একটি ইউপিএসের ভেতর থেকে জব্দ করা হয়েছে ৩ দশমিক ৯ কেজি ওজনের কোকেনের মতো বস্তু।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
তিনি যুগান্তরকে বলেন, জব্দ করা বস্তু প্রাথমিকভাবে কোকেন বলেই মনে করা হচ্ছে। তারপরও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থা এগুলো যাচাই করে দেখছে আসলেই কোকেন কিনা। আটক বিদেশি নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিমানবন্দর সূত্র জানায়, স্টেলিয়া সানতায়ে নামের যাত্রী তার ব্যাগেজ রিসিভ করতে বিমানবন্দরে আসেন। এরপর তার ব্যাগেজ তল্লাশি করে একটি ইউপিএসের ভেতরে ৩ দশমিক ৯ কেজি ওজনের কোকেনের প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটি টেপ দিয়ে মোড়ানো ছিল। এরপর ওই যাত্রীকে আটক করা হয়।
বাহামার নাগরিক স্টেলিয়া গত ১২ জুলাই এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলো থেকে রওনা দেন। এরপর দুবাইয়ে ট্রানজিট হয়ে ফ্লাইদুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১৩ জুলাই চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। তখন থেকে তিনি এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিলেন; কিন্তু ওই দিন সঙ্গে ব্যাগেজ ছিল না। সোমবার ব্যাগেজ নিতে গেলে কোকেনসহ তাকে আটক করা হয়।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, আটক যাত্রীকে বাহক বলে মনে হচ্ছে। নেপথ্যে আরও লোক থাকতে পারে। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।