ফেনীর পরশুরামে নিজকালিকাপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৭০ বস্তা রসুন জব্দ করেছে বিজিবি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
শনিবার(১৩জুলাই) সন্ধ্যায় নিজ কালিকাপুর বিজিবি ক্যাম্পের পূর্ব পাশের একটি গোয়াল ঘর থেকে এসব রসুন জব্দ করা হয়। উল্লেখ্য নিজকালিকাপুর সীমান্ত দিয়ে প্রতিদিন ভারত থেকে কোটি কোটি টাকার মাদক, চিনি, শাড়ি কাপড়, যৌন উত্তেজক ঔষধসহ বিভিন্ন পণ্য অবাদে আসছে এবং বাংলাদেশের বিভিন্ন পণ্য ভারতে পাচার হচ্ছে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা