পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিলে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন পাহাড়ি নেতারা। এ চেষ্টা বন্ধের দাবিতে গতকাল বুধবার পার্বত্য জেলাগুলোতে সড়ক অবরোধের কর্মসূচি পালন করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)। এ সময় নেতারা বলেন, সরকার যদি এ আইন বাতিল করে; রাজা–হেডম্যান ও কারবারির পদ বিলুপ্তির মাধ্যমে প্রথাগত রীতিনীতি, পদ্ধতি ও অধিকার হরণ করতে চায়– তাহলে পার্বত্য জনগণ তা মেনে নেবে না।
ইউপিডিএফের সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদসহ (পিসিপি) চারটি সংগঠনের উদ্যোগে রাঙামাটি–চট্টগ্রাম সড়কের রূপনগরে বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রের পাশে এদিন দুপুর ১২টা থেকে অবস্থান নেন শত শত মানুষ। তারা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। প্রায় পৌনে এক ঘণ্টা তাদের অবস্থানের কারণে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় পুলিশ সড়ক থেকে অবস্থানকারীদের সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এ ছাড়াও জেলার কয়েকটি এলাকায় একই কর্মসূচি পালিত হয়।
এসব সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তাগুলোর অস্তিত্ব বিলীন করে দিতে নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। উচ্চ আদালতে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ এর রিভিউ পিটিশন দাখিল; এর কিছু শব্দ ও বাক্যাংশ বাদ দিতে অ্যাটর্নি জেনারেলের আবেদন এই চক্রান্তে সর্বশেষ সংযোজন।
তারা বলেন, ব্রিটিশ শাসকদের প্রণীত ১৯০০ সালের শাসনবিধিতে পাহাড়িদের কিছু অধিকার দেওয়া হয়। কিন্তু ভারত ভাগের পর পাকিস্তান ও বাংলাদেশ আমলে শাসকগোষ্ঠী আইনটি বিশেষ জাতিগোষ্ঠীর স্বার্থে বেশ কয়েকবার সংশোধন করে। এভাবে পাহাড়িদের অধিকার হরণ করা হয়েছে।
পাহাড়ি নেতারা বলেন, যুগ যুগ ধরে পার্বত্য চট্টগ্রামে রাজা, হেডম্যান ও কারবারিরা প্রথাগত আইন পালন করে আসছেন। এখন সুকৌশলে আদালতকে ব্যবহার করে আইনটি একেবারে বাতিল অথবা অকার্যকর করার ষড়যন্ত্র চলছে। তা বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
রূপনগরের সমাবেশে পিসিপি জেলা শাখার সভাপতি তনুময় চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সভাপতি রিপনা চাকমাসহ অন্যরা বক্তব্য দেন।
একই দাবিতে রাঙামাটি–চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া এলাকায় অবরোধ করে সমাবেশ হয়। সেখানে বক্তব্য দেন পিসিপির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক নিকন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী উপজেলার সভাপতি থুইনুমং মারমা প্রমুখ।
বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট–সাজেক সড়কের মাচালং বাজারে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা, ইউপিডিএফের রাঙামাটি জেলার সংগঠক ডায়মন্ড চাকমা প্রমুখ।
এদিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাও কর্মসূচি পালন করে ইউপিডিএফ। সকাল সাড়ে ১০টার দিকে সংগঠনের নেতাকর্মীরা খাগড়াছড়ি–চট্টগ্রাম সড়কে মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্ৰি কলেজসংলগ্ন সড়কে অবস্থান নেন। প্রায় তিন ঘণ্টা সেখানে ছিলেন তারা। কর্মসূচিতে ইউপিডিএফের মানিকছড়ি শাখার সমন্বয়ক ক্যহ্লাচিং মারমার সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠক নিশান মারমা, পিসিপির সাবেক উপজেলা সভাপতি অংহ্লাচিং মারমা, বর্তমান সাধারণ সম্পাদক অংসালা মারমাসহ অন্য নেতারা।