ময়মনসিংহের গৌরীপুরে মায়ের কবরের পাশে আমগাছ থেকে রাজিব হাসান নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশী পূর্বপাড়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রাজিব হাসান (৩০) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশী পূর্বপাড়া গ্রামের আবুল হাসিম ভূঁইয়ার পুত্র।
গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায় জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মৃতের বাবা আবুল হাসিম ভূঁইয়া জানান, রোববার সকাল রাজিব হাসানের ঘরের দরজা খোলা দেখতে পান। এরপর তার লাশ পারিবারিক কবরস্থানের পাশের আমগাছে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। রাজিব হাসানকে রেখে দুবছর বয়সে তার মা মারা যায়। এরপর তার ছোট চাচা আব্দুর রহমান তাকে লালনপালন করেন।
তিনি বলেন, রাজিব হাসানের স্ত্রী রাবিয়া আক্তার পালিত পিতা আব্দুর রহমানের কাছে না থেকে আমার নিকট থাকার আগ্রহ প্রকাশ করে। এ নিয়ে তাদের স্বামী–স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়।
প্রতিবেশীরা জানান, রাজিব হাসান যে গাছ ঝুলছে তার নিচেই তার মায়ের কবর ছিল।