সুনীল আকাশ গানের সুরে পাগল করে মোরে
দখিনা বাতাস আমেজ ধরে, আমায় শীতল করে।
মেঘের রাশি গগন পরে টানায় সামিয়ানা
সর্বজাতি গাইবে গান, বাহিক কোন মানা।
জানা অজানা মানুষ এসে
বাঁধবে সুখের নীড়
স্বর্গের আবেশ উঠবে ফুটে
হাসিবে কাঙ্গাল দুঃখীর…
পিতা সদা হাতটি তাদের ধরে রাখেন হাতে
পথ দেখিয়ে নিয়ে চলেন, অনন্ত বিশ্রাম দিতে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা