পাগল শুধায় পাগলী হেরিয়া
পাবে কি উম্মাদ আমার মতন
চাহে না পাথেয় করে না যতন
ভূবন মাঝারে ঘুরিয়া ফিরিয়া।
পাগলী হাসিল শুনিয়া কথন
ভেবেছে নিজেকে মানিক রতন
নতুবা এহেন আজব ভাষণ
পাগলা পারদে বসতি করিয়া।
কহিছে পাগলী আপন মনেতে
নতুন পাগল আসিল ধরাতে
কেমনে বলিব শতেক বিরাজি
নাচিছে সতত দু’পাশে তোমারি।
পাগল হাকিল গর্জন করিয়া
হাসিলে কুটিলা মিনতি দেখিয়া?
আমি তো আপনা পারি না মাপিতে
নিরীখ কেবল কুরূপ দেখিছে।
গোপন কারণ করিতে বাহির
মনের তুফান করেছি জাহির।
ধরেছি ভুষণ-বসন আজব
সুবেশী জনতা করে না খাতির।
পাগলী এবার নড়িয়া চড়িয়া
সত্যের ভাষণ দিলেন ছাড়িয়া
হরেক রকম পাগল মিলেছে
বাজার মিলেছে সকাল ধরিয়া।
কেউবা পাগল মাংসের লালসে
কেউবা মাতাল সুরার পরশে
ভবের উম্মাদ কয়টি সেজেছে
খবর তাহার কেহই রাখে না।
পাগলা গারদে অপূর্ব বাহানা
বাইরে পাগল ভিতরে সেয়ানা
উসুল হইলে মনের কল্পনা
সটকে লুকায় আপন ঠিকানা।
ঠকেছি আমিও সাজিয়ে বিছানা
ভেবেছি থাকিবে বিচ্ছেদ হবে না
সুধার আধার নিঃশেষে চাটিয়া
হাজার পাগল পড়েছে কাটিয়া।
তথাপি আজও চলেছি শুনিয়া
প্রকৃত পাগল রাখিব চিনিয়া
সাধনা আমার জীবন ভরিয়া
ব্যর্থতা মানিতে কখনো চাহি না।
খুঁজিয়া তাহাকে পাইতে হইবে
সকল সম্পদ চরণ ছুঁইবে
অঞ্জলি করিয়া প্রবীণ জীবন
পরশে হইবে অরূপ রতন।
এবার বুঝেছি পাগলী কাহারে
খুঁজিয়া ফিরিছে অকুলপাথারে
তাজিয়া আসিলে মলিন কর্দম
পাইবে প্রিয়ার প্রকৃত মরম।
মৌলিক বিষয় যদি না পড়িবে
মুখোশ কতটা সাধন করিবে
ইপ্সিত আশায় ফলিতে নাহিরে
রহিবে জনম ঘরের বাহিরে।
আলোক ভাবিয়া আঁধারে মজিলে
ডুববে নিয়ত অথই পাতালে
কাকুতি মিনতি যতই কর না
মুক্তির উপায় তিমিরে পাবে না।
মরণ তখন নাচিয়া খেলিয়া
সাজাবে তোমারে আপন জানিয়া
শীতল পরশে নির্জীব করিতে
বাড়াবে দু’হাত ত্বরিং গতিতে।
শকতি-রতন কখনো হবে না
ভাঙ্গিতে যমের কোনই ছলনা
বিলাপ তোমার ফিরিয়া আসিবে
পাষাণ দেয়ালে আঘাত খাইয়া।
দেখিতে পাইবে জ্ঞানের পরিধি
বিফল করিছে গোলক জলধি
বসন-ভূষণ কাড়িয়া নিয়াছে
অসঙ্গ উদাম বমন তাজিছে।
এহেন করুণ হালত যখনি
পাগল কহিল এসেছে সজনী
ডাকিল নিথরে যেমন লাসারে
প্রাণের স্পন্দন যোগাল তাহারে।
এমন সজনী সবারে ডাকিছে
দুয়ারে দুয়ারে ভ্রমণ করিছে
কেউবা চিনিয়া করিছে বরণ
সেবিছে চরণ করিয়া শরণ।
কেউবা তাহাকে পাগল ভাবিয়া
আমিত ভরেতে ঘৃণায় তাজিয়া
ঘুরছে আপন ঘোরাল বর্তুলে
বিপন্ন হইল ডুবিয়া মরিয়া।
পাগল এবার চিনিল সজনী
পাগলী চিনিল জীবন তারিনী
উভয়ে করিয়া বরণ তাহাকে
সেবিছে তারণ দিবস যামিনী।
ঘোষিছে উভয়ে ঘুরিয়া সবারে
মসীহ ব্যতীত বান্ধব নাহিরে
প্রকৃত জীবন পাইবে সকলে
ডুবিলে তাঁহার করুণা পাথারে।
মোদের জনম হয়েছে সার্থক
ত্রাতার শপথ নহেত দ্বার্থক
বিশ্বাস করিলে নিরাশ হবে না
সুফল ফলিবে কখনো ভুল না।