জানতে পাই কালামের আলোকে
বিশাল মানব সমাজ
হয়েছে নির্মিত খোদার হাতে
বাতেনি মাবুদ নিজেকে প্রকাশের তরে
প্রতিভু স্বীয় পাঠালেন মানুষের রূপে
মাটি দিয়ে খোদা গড়লেন একক মানুষ স্বীয় সুরতে
আদম নামে আদি মানুষ জানি তাকে
শক্তি প্রজ্ঞা ক্ষমতা দিলেন যোগ্য করে
প্রেরণা দিলেন বহু সংখ্যক হতে
আর তা প্রজননের পথে
নর ও নারী উভয় মিলে
একই আদমের বংশ মোরা
প্রতিভু একই খোদার
ভ্রাতা ভগ্নি সবে মিলে
করি গৌরব প্রশংসা তাঁর
ঐক্যে ডাক দিয়েছেন তিনি
সকল আদম কুল
মিলে মিশে চলার তাগিদ
চলতে পারে না মানবের মাঝে সম্পর্ক অহিনকুল
পিতা পুত্র পাকরূহ
যেমন চলেন ঐক্যে
পিতা মাতা ভ্রাতা ভগ্নি
পরিকল্পনা খোদার করেন জাহির
মানবের স্বজন হলেন খোদা
প্রতিজ্ঞা তাঁর কভু হবেন না জুদা
পাকরূহের আবেশে সদা যার বাস
ভাইয়ে ভাইয়ে করো মহব্বত
করো মহব্বত একে অপরে
তবেই জানিবে সবে
তোমরা যে আমার উম্মত
মহব্বতের মাঝে পাবে
খোদার পরিচয়।
খোদার সাথে যুক্ত যারা
বিভেদের মন্ত্র রচে না তারা
কথায় কাজে চাল চলনে
বাতেনি খোদার রাজদূত তারা
মন্ত্রে নয় কর্মে নয়, নয় জীবন পাতায়
খুঁজে পাবে না অনৈক্যের ডাক
মানুষের সাথে মানুষের সভায়
সকলে মিলে মানব বাগান
খোদার মহিমার স্লোগান
মানুষের সাথে মানুষের মিলনে
শোভা পাচ্ছে ঐশি কেতন
করবো না মোরা মন্ত্র পাট
যার মর্মার্থ খুঁজতে ঘটায় বিভ্রাট
মাতৃভাষায় রচিয়া দাও
বিশ্বের যাবতীয় ধারাপাঠ
খোদার দুষমন শয়তানের কুটচালে
শুরু হলো মানব নিধন
একই কালো মন্ত্রে ভরে গেল আজ
গোটা বিশ্ব ভূবন।
যে মতবাদে পাবে ভ্রাতা খুনের অনুমোদন
অবশ্যই তা রচিত হয়েছে
করতে সৃষ্টি বিনাশন
থাকতে হবে মোদের বড়ই সাবধান
আমরা আহুত সাধিতে মানব কল্যাণ
খোদাও ঘোষিছে আমাদের নিয়ে
পরিকল্পনা কেবল কল্যাণ আর কল্যাণ
যেকোনো মন্ত্রনা অথবা ব্যবস্থাপনা
মানুষের ক্ষতিসাধনে যাবতীয় রচনা
অবশ্যই ওগুলো করেছে উদ্ভাবন
খোদার শত্রু, মানবের অরি, কালনেমি কুলটা
যদি ধর্মীয় মতবাদে বৈষম্যের সৃষ্টি করে
সামাজিক অথবা রাষ্ট্রীয় আইন কানুন হয় যদি তথৈবচ
শুধরে নিতে হবে তাৎক্ষণিক মানবকল্যাণ সাধিতে
ধলো কালো যা কিছু রয়েছে বিরাজমান মানব সমাজে
আবহাওয়ার প্রভাব হবে একই আদম জাতে
কোনো দেশ সৃষ্টি করেনি মানুষ
অবশ্যই মানুষ খোদার হাতে গড়া ঐশি দূত
যেমন শাখা আর কান্ড
শাখা তো কান্ডেরই মহিমা প্রকাশ করে
খোদা হলেন বাতেনী সত্ত্বা বিমূর্ত আত্মা
মানুষ হলো তাঁর মূর্ত প্রকাশ
আসলে তারা খোদার ইমেজ বহনকারী
রহস্য লুকিয়ে আছে মানুষের মধ্যে
মানুষ ইবলিসের কুটচালে ধরা খাওয়া প্রজ্ঞা ধার্মিকতাহারা
মানুষের চাই নতুন জন্ম নতুন সৃষ্টি
কলুষিত আত্মার অপসারণ ঐশি আত্মার প্রতিস্থাপন
যা কেবল খোদার দ্বারাই হতে পারে, হয়ে থাকে সাধিত
বাতেনী খোদার জীবন্ত জ্বলন্ত প্রকাশ
মানবরূপী মানবে সকাশ
মিলিয়ে নিতে বেগ পেতে না হয় কারো
আমরাও মানুষ খোদার স্বহস্তে গড়া নয়নের মণি
মাবুদের সাথে যুক্ত রূহানী বিষয় বাস্তবায়ন করি
কেবল পাকরূহের আবেশে ঐশি প্রজ্ঞা ধার্মিকতা
রূহানী ক্ষমতায় পূর্ণতা পেয়ে
যেমন বলেছেন প্রজাবন্ত হয়ে গোটা বিশ^ ভরে তোলা
আজ আমরা বড়ই অবহেলিত
মণি হারা ফণি তুল্য
নখ দন্তহীন ব্যাঘ্র যেমন
মনঃ ক্ষেদে আছড়ে মরে
সম্ভব কি তাকে নতুন সাঁজে সাজানো
তবে জীব জানোয়ার নয়, কেবল মানুষ
যাকে খোদা নিজ সুরতে গড়েছেন
বিশেষ দায়িত্ব পালনের তরে
ঐশি অদৃশ্য খোদার অবিকল রূপ ক্ষমতা কুদরত
প্রকাশ্য দিবালোকে প্রকাশ করে
মানুষ হলো বাতেনী খেদার হুবহু প্রকাশ
কথায় বলে, যে মানুষ দেখেছে, সে খোদাকে দেখেছেন
আসুন, আজ আমরা মানুষ দর্শণ করি
যিনি রয়েছেন সম্পূর্ণ নিখুঁত
কথায় কাজে জীবনাচরণে ত্রুটিহীন
অভিযোগ দিতে নয় বরং বিশ্বের ক্ষত সকল
নিজ দেহে তুলে নিয়ে মুক্তি দিলেন অসহায় জাতি
আজ আমরা চিনে নিতে পেরেছি
সকলে মোরা পতিত জাতি একই গোষ্ঠি সজ্ঞাতি
চলুন সবে মুক্ত হই ভ্রান্ত পাঠ থেকে
অভিযোগ নয়, হতে পরে না তা কোনো সমাধান
প্রেম ও ক্ষমা নির্ঝরের মতো ঝড়ে পড়ছে নিত্যদিন
কেবল একটি মাত্র ঝরনাধারা
প্রবাহিত গোটা বিশ্বপরে উষড় বিশ্ব শিক্ত সরস করে
স্বভাব আচরণ আমূল বদলে যায়
হৃদয় বদলের সাথে নব চেতনায় উজ্জীবিত হয়
আমরা ডুবিনি বরং তিনিই ডুবেছেন আমাদের
ক্ষুদে হৃদয়াতলে, ধ্যান মনন বদলের কালে
শুয়োপোকা দেখেছো কি তুমি
দেখেছো কি প্রজাপতি
মিলাতে কি পারবে ও দু’টো
উভয়ের জীবন প্রনালী
সৃষ্টি রহস্য এমনই হয়ে থাকে
আমাকে প্রশ্ন নয়
রহস্য নিয়ে ভাবতে হয়
চোখ ধাঁধানো রূপ রঙ্গের খেলা
যা ছিল লুকানো শুয়োপোকার আকারে
গোটা বিশ্ব ভড়কে গেল খোদার কুদরতে
সেই তুমি নিয়ত স্ফুটাঙ্কে গলিত লাভা
কাজ হলো তোমার সৃষ্টি বিলুপ্ত করা
তা তোমাকেও করা হবে সৃষ্টি সহায়ক ভূমি
নিথর নিস্তব্ধ অসার যখন হয়ে যাবে তুমি
তোমাকে ডাকা হবে আগ্নেয় শিলা
জ্বালিয়ে পুড়িয়ে লাশ করতে কোনো কালে
সময়ের ব্যবধানে হবে আহত বিদ্ধ তাড়িতদের পদতলে
মুক্ত কেবল একই সূত্রে যার হাতে হয়েছো নির্মিত
করুনার পারাবার তোমার আমার সবাকার
পেয়েছি মুক্তি মোরা আত্মত্যাগি জনদরদী
মুক্তিদাতার চুড়ান্ত মুক্তির মূল্যে।