কাচের পাত্র
পতনে অগণিত
হয়ে গেল টুকরো
ছড়িয়ে রইলো যত্রতত্র
কয়েকদিন পরের কথা
ধুলো ধুসরিত
সকলেই বিব্রত
স্বজন–প্রিয়জন
হয়ে পড়লো অচীন
সম্পর্কহীন নিয়ত
কাচের পাত্র
আর কেউ নয়
সকলে আদমের গোত্র
ধুলো ধুসরিত
সম্পর্কহীন অবিরত
নানা রং বেশ ভূষা
তার উপর ভাষা
দিয়ে চলছে ঠাসা
তবু বাঁচতে হয়
বাঁচার তরে একটি উপায়
যদ্যপি অনৈক্য
প্রয়োজনে স্থাপিত ঐক্য
যেমন বর্তমান
প্রচেষ্টা আন্তঃ দেশিয় ব্যবস্থা
বিভাজনকারী দেয়াল
প্রভাব হারালো কিয়দংশ
বিশাল প্রজেক্ট
খন্ডিতাংশগুলো ঐক্যে স্থাপন
পাশাপাশি ঠাসা–ঠাসি
তবু ভিন্ন আচরণ
আকারের প্রশ্নে বিকার
অসহযোগ আমরণ
মিলনের তরে
একই কিছু করণ
প্রয়োজন বিলক্ষণ
প্রজ্ঞাধারী মুখ খুলেন
আদিলগ্নে ঠেলে দাও
জন্মের পূর্বাবস্থায় পৌছে দাও
কাচের পাত্র
একই ওভেনে দেখ
বিগলিত পরিপাটি আস্বস্থ
বসিয়ে দাও একই আসনে
সম মানে স্বসম্মানে
মানুষের ক্ষেত্রে ঐ একই পন্থা
আবার তোরা মানুষ হ
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান
ওদের সকলের জনম, একই বিন্দু
সকলেই আদম সন্তান
জগতের যতো ক্লেদ–কালিমা
ধুলো ময়লা
গোমরাহ করে রেখেছিল
হলো স্নাত শুভ্র
মূলতঃ সবে একই গোত্র
খোদার সুরত ঐশি মহিমা
বিলিয়ে চলি সর্বত্র
খোদার দয়ায় প্রাপ্ত অধিকার
সকলে সমানে সমান
সকলেই মোরা খোদার পুত্র।