নরেন্দ্র মোদির হ্যাটট্রিক নাকি অন্য কেউ– ভারতের ক্ষমতার মসনদে কে বসছেন, জানা যাবে আজ মঙ্গলবার। শেষ দফা ভোটের পর বুথফেরত জরিপে একচেটিয়াভাবে এগিয়ে রাখা হয় ক্ষমতাসীন এনডিএ জোটকে। আভাস দেওয়া হয়– বিজেপি নেতা নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পাবে সাড়ে তিনশর বেশি আসন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোটের দাবি, তারা ২৯৫ আসন পেয়ে জয়ী হতে যাচ্ছে। আত্মবিশ্বাসী কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুথফেরত জরিপকে উড়িয়ে দিয়ে বলেছেন, এগুলো মোদি সমর্থিত গণমাধ্যমের জরিপ।
তীব্র তাপদাহের মধ্যে গত ১৯ এপ্রিল সাত দফার ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় ১ জুন। ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪২টি লোকসভা আসনের ভোট গণনা শুরু হবে আজ সকাল ৮টায়। সবার চোখ থাকবে ভোটের ফলাফলের দিকে। ৬০০–এর বেশি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় হবে ভোট গণনা। সকাল ৯টার পর গণনার অংশিক তথ্য প্রকাশ শুরু হতে পারে। ধারণা করা হচ্ছে, সন্ধ্যার মধ্যে জানা যাবে নতুন সরকারের দায়িত্ব কারা পাচ্ছেন।
ভোটে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সহিংসতায় প্রাণহানি ঘটেনি। তাপদাহের কারণে হিট স্ট্রোকে অনেকের মৃত্যু হয়েছে। এ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধর্মীয় মেরূকরণ জোরদার করতে যেসব বক্তব্য দিয়েছেন, তা তুমুল সমালোচনার জন্ম দেয়। কংগ্রেসের বর্ষীয়ান নেতা মনমোহন সিংসহ অনেক বিরোধী নেতা মোদির বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রীর পদের মর্যাদা খাটো করার অভিযোগ এনেছেন।
এবার যেসব রাজ্যে মোদির এনডিএ জোট শক্ত প্রতিরোধের মুখোমুখি হয়েছে, তার মধ্যে বিহার অন্যতম। সেখানে জনপ্রিয় হয়ে উঠেছেন সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে তাঁর সভায় মানুষের ঢল দেখা যায়। তবে রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নির্বাচনের আগে আকস্মিক এনডিএ জোটে ফেরায় কিছুটা শক্তি ফিরে পায় বিজেপি।