ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে ভারী বৃষ্টিপাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার মারিশ্যা–দীঘিনালা সড়কে কয়েকটি স্থানে এ ঘটনা ঘটে। এতে সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে পাহাড়ি ঢলে সাজেক সড়কে দুটি সেতু ডুবে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে সাজেকে শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
জানা গেছে, ভারী বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার সকালে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা–দীঘিনালা সড়কের চার, পাঁচ, নয় কিলোমিটার নামক এলাকা ও দুই ঢিলা এলাকাসহ ৬–৭টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সকাল থেকে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে আইন–শৃঙ্খলা বাহিনী, সড়ক ও জনপথ বিভাগের লোকজন যানবাহন চলাচলের জন্য ধসে পড়া মাটি সরানোর চেষ্টা করেছন।
অপরদিকে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাজেক–বাঘাইহাট সড়কের বাঘাইহাট ও মাচলং সেতু ডুবে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে যানবাহন চলাচল বন্ধ থাকায় সাজেক পর্যটন কেন্দ্রে শতাধিক পর্যটক আটকে রয়েছেন।
সাজেক পর্যটনের হিলভিউ রিসোর্ট সত্ত্বাধিকারী ইন্দ্র চাকমা জানান, ভারী বৃষ্টিপাতের কারণে সাজেক সড়কে মাচলং ও বাঘাইহাট সেতুতে পানি উঠে গেছে। এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ১২০ জন পর্যটক আটকা পড়েছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, সড়কে যানবাহন চলাচলে সচল রাখতে কাজ চলছে।