চলমান কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছেন বাংলাদেশি সাংবাদিক, চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ ঋতি। ফিপরেসির বিচারক হিসেবে তিনি লালগালিচায় পা রাখেন। বাংলাদেশ থেকে ঋতিই একমাত্র ব্যক্তি যিনি এ বছর উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে লালগালিচায় পা মাড়িয়েছেন। তিনি বলেন, এর আগেও আমি ফিপরেসির বিচারক হিসেবে যুক্ত হয়েছিলাম। তবে এবারের মতো সুযোগ–সুবিধা পাইনি।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা