গত ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করে ইতিহাস গড়েন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এরপর গত মাসে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে জায়গা পান আইসিসি’র এলিট প্যানেলে। এবার আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও আম্পায়ারিংয়ের সুযোগ পেলেন সৈকত। তিনিই হবেন প্রথম বাংলাদেশি, যিনি ছেলেদের টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন। গতকাল আইসিসি তাদের ওয়েবসাইটে এটি নিশ্চিত করে। আগামী ১লা জুন (বাংলাদেশ সময় ২রা জুন সকাল) যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে নবম টি–টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সহ–আয়োজক যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী কানাডা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচে ৪৭ বছর বয়সী শরফুদ্দৌলা মাঠে আম্পায়ারিং করবেন। তার সঙ্গী হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ৫ ম্যাচে আম্পায়ারিং করেন সৈকত।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা