আপনি কি নাজাতপ্রাপ্ত
না গড্ডালিকা প্রবাহে ভাসিয়ে রেখেছেন চরিত্র
নাজাতের বিষয়ে যদি পেতে চান ছত্র
অধ্যয়ন করুন কালামপাক দিবস ও রাত্র
ইতিহাস ঐতিহ্য রণকাহিনী প্রতারণা ও বধেচ্ছা
জানতে পারবেন আদিকালের পবিত্র জাতি
পাপের পথে শুরু করে পদযাত্রা
সে এক করুণ ইতিহাস
অবাধ্যতার ফলে মানবজাতি পড়লো
গলে আত্মহননের ফাঁস
প্রাজ্ঞ মাবুদ দিয়ে রেখেছিলেন পূর্বাভাস
অভিশপ্ত আত্মা সবাইকে দিবে প্ররোচনা
সাধু সেজে কল্যাণসূচী মানিয়ে নেয়া
হারাবে প্রজ্ঞা খোয়াবে ধার্মিকতা ভ্রষ্টাচারী বোকা
কলুষ হলো গঙ্গার জল মানস সরোবরে
তোমার আমার ঘাট বদলে ফায়দা কেমনে লভে
ঘাটের মাহাত্ম ঘোষণা করে সিমেন্ট বিক্রেতা
পৌত্তলিকতার স্বপক্ষে দাঁড়ায় পুতুল নির্মাতা
একেশ্বরের এবাদত যদি চালু হয়ে যায়
পূজার অর্ঘ বিক্রেতাদের হবে কি উপায়
মাবুদের এবাদত, পরিষ্কার করেন মসিহ নিজে
রূহে ও সত্যে ধ্যানে মননে, ভক্ত যেন বাঁচে
পার্থীব কোনো সম্পদে নহে তিনি কভু খুশী
নির্মল অন্তকরণ নিয়ে যিনি পবিত্রভাবে ডাকে
তাঁর হৃদয়ে বাসাবাঁধে মহাখুশী হয়ে
চামচিকা এ কথায় গেল বড়ই ক্ষেপে
তবুও সত্য চির সত্য ঘোষণা দিতে হবে
ধর্ম নয় ব্যাসাতি, নয় ভিক্ষাবৃত্তি
প্রভুর পরশে জীবন বদলে যাবে।