ময়মনসিংহের ত্রিশালে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাবাসির মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২১ মে) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনার সন্ধান পাওয়া যায়।
ত্রিশাল থানার উপ–পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, দুপরে একটি শিয়াল গর্ত খুড়ে এক শিশুর মরদেহ নিয়ে টানাহেচড়া করছিল। এ সময় ঘটনাটি দেখে এলাকাবাসি ঘটনাস্থলে গিয়ে মাটি খুড়ে আরও এক নারী এ এক শিশুর মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে– কয়েকদিন আগে ওই নারী ও শিশুদের পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ মাটিতে পুতে রেখে পালিয়েছে খুনি।
নিহত নারীর বয়স আনুমানিক (৩৫) এবং দুই শিশুর মাঝে একজনের বয়স ৩ বছর ও অপরজনের বয়স ৬ বছর হতে পারে। তারা এই এলাকার বাসিন্দা না বলে জানিয়েছে স্থানীয়রা। এ কারণে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
এবিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেনের বক্তব্য জানা যায়নি।
তবে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার।