চীনের উত্তপ্ত মরুভূমিতে উটের চলাচলের সুবিধার্থে ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন, চীনের কুমটাগ মরুভূমির স্থানীয় কর্তৃপক্ষ ঠিক তাই করার সিদ্ধান্ত নিয়েছে।
এ প্রসঙ্গে বলা হচ্ছে, মে মাসে উটে চড়ে মরুভূমির বিশেষ এলাকা মংশা পাহাড়ে যাওয়া পর্যটকদের প্রিয় বিনোদন। গত বছর বার্ষিক ছুটির প্রথম দিনে ১০ হাজারেরও বেশি পর্যটক এখানে উট চড়তে এসেছিল। আর গত কয়েক দিনে তাদের সংখ্যা ২০ হাজার ছুঁয়েছে। ওই এলাকায় চড়ার জন্য ২ হাজার ৪শ’টি উট রয়েছে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা