নাটোরে ১৫ মে থেকে থেকে বাজারে আসবে মৌসুমের গুটি আম। এরপর ২৫ মে গোপালভোগ, ৩০ মে রানি পছন্দ এবং সর্বশেষ ২০ জুলাই আশ্বিনা এবং ২০ আগস্ট গৌরমতি আম বাজারে আসবে।
বৃহস্পতিবার নিরাপদ আম ও লিচু আহরণ সংরক্ষণ ও বাজারজাতকরণে প্রস্তুতিমূলক সভায় ১৫ মে থেকে আম বাজারজাত করার বিষয়টি জানানো হয়। দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, আবহাওয়া প্রতিকূল থাকায় এবারে আম লিচুসহ গ্রীষ্মকালীন ফল দেরিতে আসছে। বাজারে যাতে অপরিপক্ব এবং ভেজাল মিশ্রিত কোনো ফল বিক্রি করতে না পারে সে জন্যই কৃষি বিভাগের সমন্বয়ে এই ফল আহরণ সংরক্ষণ এবং বাজারজাতকরণ বিষয়ে সভা আহ্বান করা হয়।
জেলা প্রশাসক বলেন, কৃষক মোজাফর লিচু আহরণ করতে পারবেন ২০ মে থেকে এবং বোম্বাই ও চায়না লিচু ২৭ মে থেকে আহরণ করা যাবে। এছাড়াও ১৫ মে গুটি আম, ২৫ মে গোপালভোগ, ৩০ মে রানি পছন্দ, ৩০ মে খিরসাপাত, ৫ জুন লক্ষণভোগ, ১০ জুন বারিআম, ১২ জুন ল্যাংড়া, ২০ জুন মোহনভোগ, ২৫ জুন হাড়িভাঙ্গা ও আম্রপলি,৩০ জুন ফজলি, ৫ জুলাই মল্লিকা, ২০ জুলাই আশ্বিনা এবং ২০ আগস্ট থেকে গৌরমতি আম আহরণ ও বাজারজাতকরণ করতে পারবেন বাগান মালিকসহ আড়তদার ও ব্যবসায়ীরা।
এর আগে আম বা লিচু বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক। এছাড়া ওই সভায় জানানো হয়, জেলার চাষিরা আগামী ২০ মে থেকে মোজাফফর লিচু এবং ২০ মে থেকে বোম্বাই ও ২৭ মে থেকে চায়না লিচু আহরণ করতে পারবেন।