মানবো কেন ওদের কথা
যারা মিথ্যা বলে নিত্য
বস্র দিয়ে আবৃত রাখা
ধার্মিকতার হয় না সূত্র।
যুগোপযোগি ঘোষিছে ফতোয়া
স্বার্থ কেবল পার্থিব
ঐশি বিধানে পরেনা প্রয়োজন
নয়কো তারা অনন্ত।
মাবুদ হলেন অনন্ত অসীম
বিচার দিনের স্বামী
বেঁচে আছে বিশ্ববাসি
বেঁচে আছি তুমি আর আমি।
পায়নি যারা মাবুদের দেখা
বসতি পাপে নিয়ত
তাদের জন্য মুক্তি নিয়ে
হলেন রূহ আগত।
পাক–কালাম রূহ পাক
ঐশি অনির্বাণ সত্য
বাস করে মানব দেহে
জীবন পথ অনন্ত।
তিনিই কেবল ধার্মিক জনা
বিলায় সদা করুনা
কর্মের দ্বারা লভে না কিছু
তাঁরই করুনায় মুক্ত।
বইয়ের নাম: একটি বৃন্তে শত ফুল (পৃষ্ঠা নং-৫৭)
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা