লুটেরার দল ধার্মিক অবিকল
সদা করে কোলাহল
ধার্মিকতার নামে করে জবর দখল
সাধারণ জনতা নেই মুখে কথা
ভয়ে বিষ্ময়ে বিহ্বল থাকে
নারদের চাল–বোল যেন সত্যের বিকল
মসজিদের জন্য জমি দখল
খোদার রাজ্য প্রতিষ্ঠা করতে
আলোকিত জনতা কতল
কতো আর বইবে রূধির ধারা
ক্ষুদ্র এ ধরাতল
আমায় বলো ধোকাবাজদের দল
কেন করো এত বাহানা, মিথ্যের কারখানা
পাপের রাজে সত্যের টেকেনা
পিতার গৃহ এবাদত ও পবিত্রতা
তোমরা ধরেছো বাণিজ্যের বায়না
সহেনা! সহেনা!! আরতো সহেনা!!!
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা