এলো মেলো লেখাগুলো
পুস্তকে করে সংকলন
নানা প্রকার পুষ্প চয়নে
সফল হলো মাল্যদান।
নানা দেশের নানা বিদুশীর
মিলে শোভনীয় শুধি আসর
প্রেমিক প্রেমিকার শুভ মিলনে
তবে সুখের হয় গো বাসর।
প্রেমকাতর নেত্র খোঁজে
প্রেমিক সজন পাত্র
সৃঙ্গার পেলে একাকার হয়
দুটি অচেনা গাত্র।
মোম দন্ড আঁধারে বসে
উম্মুখ আগুনের পরশ
প্রাপ্তি হলে ঘটে গেল
দেখ আধারের বিনাশ।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা