গাজীপুরে রোদের প্রচণ্ড তাপে রেললাইন বেঁকে গেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনার কাছাকাছি সময় ওই লাইন দিয়ে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন যাওয়ার কথা ছিল। লাইন বেঁকে যাওয়ার ঘটনা নজরে আসার পর রেল কর্মচারীরা দ্রুত বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানালে ট্রেনটি কালীগঞ্জের আড়িখোলা স্টেশনে থামিয়ে দেওয়া হয়। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার আড়িখোলা স্টেশনের কাছে (পশ্চিম দিকে) চুয়ারিয়াখোলা এলাকার কাজীবাড়ি নামক স্থানে অন্তত ১৫ ফুট রেললাইন বেঁকে যায়। বিষয়টি টহলরত রেল কর্মচারীদের চোখে পড়ে। এর কিছুক্ষণ পরই ওই রেললাইন পার হওয়ার কথা ছিল কালনী এক্সপ্রেস ট্রেনের। ট্রেনটি কালীগঞ্জে ঢুকেও পড়েছিল। রেলকর্মীরা দ্রুত লাইন বেঁকে যাওয়ার বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানালে সঙ্গে সঙ্গে কালনী এক্সপ্রেসকে আড়িখোলা স্টেশনে থামিয়ে দেওয়া হয়।
আড়িখোলা রেলওয়ে স্টেশনের মাস্টার দিলীপ চন্দ্র দাস বলেন, রেলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পানি, কচুরিপানা ও কাদামাটি দিয়ে ঢেকে রেখে বেঁকে যাওয়া রেললাইনের অংশের তাপমাত্রা নিয়ন্ত্রণের পর তা মেরামত করেন। ঘণ্টাখানেক পর ওই লাইন দিয়েই কালনী এক্সপ্রেস ঢাকার দিকে যায়। বিকেল ৪টার দিকে তিতাস কমিউটার নামের আরও একটি ট্রেন ধীরগতিতে অতিক্রম করে বেঁকে যাওয়া লাইন।