লিওনেল মেসি, নাকি ক্রিস্তিয়ানো রোনালদো, কে সেরা? এমন প্রশ্নে রোনালদোকে অসাধারণ ফুটবলার বললেও মেসিকেই এগিয়ে রাখছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ফাবিও ক্যাপেলো।
ইংল্যান্ডের সাবেক এই কোচ বলেন, রোনালদো একজন দারুণ ফুটবলার হলেও তিনি মেসির মতো প্রতিভাবান নন।
‘রোনালদো একজন অসাধারণ খেলোয়াড়। সে শিরোপা জিতেছে, ব্যালন ডি’অর জিতেছে কিন্তু আমি আগেও বলেছি সে মেসির মতো মহান নয়। যদি আমাকে আপনি ক্রিস্টিয়ানো রোনালদো বা মেসির কথা বলেন, তবে আমি মেসিকেই এগিয়ে রাখব।’
রোনালদো মেসির মতো ‘জিনিয়াস’ নন বলে মন্তব্য করে ক্যাপেলো আরও যোগ করেন, ‘রোনালদো একজন দারুণ স্কোরার। তার শটসহ সবকিছু দারুণ। সে জানে সবকিছু কীভাবে করতে হয়। তবে সে প্রতিভাবান নয়। বিষয়টা খুবই সরল।’
গত দেড় দশকের বেশি সময় ধরে ফুটবল বিশ্ব রাজত্ব করছেন মেসি ও রোনালদো। ব্যালন ডি’অর জিতেছেন রেকর্ড আটবার, পাঁচবার রোনালদো। বিশ্বকাপসহ অসংখ্য শিরোপা জিতেছেন মেসি। রোনালদো জিতেছেন মহাদেশীয় শিরোপাসহ অনেক শিরোপা।
ক্যারিয়ারের গোধুলী লঙ্গে দুজনেই ইউরোপ ছেড়েছেন। মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে। রোনালদো পাড়ি দিয়েছেন সউদি আরবে। দুজনেই এখনও স্বমহীমায় উজ্জ্বল।



