১. ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি?
ক. রাজার রাজ্য খ. বাটির দুধ
গ. দেশের লোক √ঘ. রোজার ছুটি
২. ভাষার মূল উপকরণ কী?
ক. ধ্বনি খ. বর্ণ
গ. শব্দ √ঘ. বাক্য
৩. “মৃতের মতো অবস্থা যার”- তাকে এক কথায় কী বলে?
ক. মুমুর্স খ. মুমুর্ষু গ. মূমৃর্ষ √ঘ. মুমূর্ষু
৪. ‘জঙ্গম’-এর বিপরীত শব্দ কোনটি?
ক. বহিরঙ্গ √খ. স্থাবর
গ. অস্থাবর ঘ. শান্তি
৫. ‘গৃহী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
√ক. সন্ন্যাসী খ. অগ্রহী
গ. নিগৃহী ঘ. বাহিরী
৬. বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে?
ক. প্রথমে খ. শেষে
গ. বিশেষ্যের পূর্বে √ঘ. বিশেষ্যের পর
৭. মানুষের কণ্ঠ নিঃসৃত বাক্সংকেতের সংগঠনকে কী বলে?
ক. ধ্বনি খ. শব্দ গ. বাক্য √ঘ. ভাষা
৮. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে–
√ক. ৩২, ৮, ১০ খ. ৩২, ৭, ১১
গ. ৩০, ৮, ১২ ঘ. ৩২, ৭, ৯
৯. কোন বর্ণগুলোর উচ্চারণস্থান অগ্র দন্ত্যমূল?
√ক. ন, ল, স খ. শ, ষ, ঝ
গ. য, র, ঢ় ঘ. ম, ব, প
১০. কোনটি কম্পনজাত ধ্বনি?
√ক. র খ. ড় গ. গ ঘ. ণ
১১. কোনগুলো দ্বিত্ব ব্যঞ্জন?
ক. পক্ব>পক্ক, পদ্ম>পদ্দ
√খ. পাকা>পাক্কা, সকাল>সক্কাল
গ. জন্ম>জম্ম, কাঁদনা>কান্ন
ঘ. রাধ্না>রান্না, গৃহিণী>গিন্নী
১২. সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদে–
ক. ‘ষ’ হয় √খ. ‘ষ’ হয় না
গ. ‘ণ’ হয় ঘ. ‘ণ’ হয় না
কৃষিশিক্ষা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল
সোনারগাঁ
কৃষি প্রযুক্তি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৩৫। দোআঁশ মাটি কয়বার চাষ ও মই দিলে ভূমি কর্ষণ ফসল উৎপাদন উপযোগী হয়?
ক. ২/৩ বার খ. ৩/৪ বার
গ. ৪/৫ বার ঘ. ৫/৬ বার
৩৬। খনার বচন অনুসারে–
i. আট চাষে তুলা ii. বিনা চাষে পান
iii. দুই চাষে ধান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭। জমি চাষের বিবেচ্য বিষয়গুলো হলো–
i. ফসলের প্রকার ii. মাটির প্রকার iii. আবহাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮। ভূমিক্ষয় কয় প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
৩৯। প্রাকৃতিক ভূমিক্ষয়কে কয় শ্রেণিতে বিভক্ত করা যায়?
ক. পাঁচ খ. চার গ. তিন ঘ. দুই
৪০। বৃষ্টিপাতের কারণে বাংলাদেশে যে ভূমিক্ষয়গুলো দেখতে পাওয়া যায়–
i. বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়
ii. আস্তরণ ভূমিক্ষয় iii. রিল ভূমিক্ষয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কোন ধরনের ভূমিক্ষয় দেখা যায়?
ক. রিল ভূমিক্ষয় খ. গালি ভূমিক্ষয়
গ. আস্তরণ ভূমিক্ষয় ঘ. বায়ুপ্রবাহজনিত ভূমিক্ষয়
৪২। জুমচাষ কোন এলাকার ফসল চাষ পদ্ধতি?
ক. পাহাড়ি খ. সমতল গ. উপকূলীয় ঘ. বরেন্দ্র
৪৩। রিল ভূমিক্ষয় আস্তরণ ভূমিক্ষয়ের কততম ধাপ?
ক. ১ম খ. ২য় গ. ৩য় ঘ. ৪র্থ
উত্তর : ৩৫.খ ৩৬.ক ৩৭.ঘ ৩৮.ক ৩৯.ঘ ৪০.গ ৪১.খ ৪২.ক ৪৩.খ।