গাজীপুরেঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।
আজ মঙ্গলবার সকালে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২নং গেট এলাকা থেকে হাতির মরদেহটি উদ্ধার করা হয়। হাতিটির দাঁত ছিল না। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের কর্মকর্তা–কর্মচারীরা মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে এসে দেখতে পাই, হাতির মাথায় মধ্যে ক্ষত চিহ্ন আছে। দাঁতগুলো উঠিয়ে নিয়ে গেছে। পুলিশের ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেনারি সার্জন যৌথভাবে পোস্ট মর্টেম করেন। এর রিপোর্ট পাওয়ার পর হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
দি সাপ্তাহিক আলোর ফোয়ারা