পর্যটনে অপার সম্ভাবনাময় কুতুবদিয়ার পশ্চিমে সাগরে জেগে উঠেছে একটি নতুন দ্বীপ। ১০ কিলোমিটার দীর্ঘ ও প্রায় ৩ কিলোমিটার প্রস্থ এই দ্বীপ নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। ভাটার সময় কুতুবদিয়ার পশ্চিমে যথাক্রমে বড়ঘোপ, আলী আকবর ডেইল ও কইয়ারবিল ইউনিয়ন সমান্তরাল উত্তর দক্ষিণে লম্বা ৭ কিলোমিটার এবং প্রস্তে ২ কিলোমিটার জুড়ে ভেসে ওঠে এই দ্বীপ। সাগরে বিলীন হয়ে যাওয়া পুরান বাতিঘরের দক্ষিণে জেগে ওঠা এই দ্বীপ কুতুবদিয়া দ্বীপবাসীর মাঝে দেখা দিয়েছে নতুন আশা।
খোঁজ নিয়ে জানা গেছে, কুতুবদিয়ার পশ্চিম পাশে যুগযুগ ধরে সাগরে বিলীন হয়ে যাওয়া ভূমি যেন আবার জেগে উঠছে। জোয়ারের সময় কিছু অংশ পানির নিচে থাকলেও ভাটার সময় বিস্তীর্ণ দ্বীপটি ভেসে ওঠে পানির উপরে। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া বন বিভাগ। গত সোমবার উপকূলীয় বন বিভাগের কুতুবদিয়া রেঞ্জ অফিস মাটির ক্ষয় রোধে ওই দ্বীপে তিন শতাধিক বাইন গাছ রোপন করে। এতে উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কবির, ওসি তদন্ত কানন সরকার, রেঞ্জ কর্মকর্তা আবদুর রাজ্জাক, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আজমগীর মাতবর, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস, কে, লিটন কুতুবী, বন সহকর্মী আবদুস সাত্তার, আকতার কামাল, রহমত উল্লাহ, শাহ আলম, মিজানসহ অনেকেই।