অবশেষে মৃত সন্তানের মরদেহ দেখার সুযোগ পেলেন অ্যালেক্সি নাভালনির মা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির কারাগারে মৃত্যুর পর থেকে তার মরদেহ পরিবারকে দেওয়া হচ্ছিল না। অবশেষে সেই মরদেহ দেখেছেন তার মা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
নাভালনির মা লিউডমিলা নাভালনায়া জানিয়েছেন, তাকে ছেলে নাভালনির মরদেহ দেখতে দিয়েছে রুশ কর্তৃপক্ষ। তবে গোপনে ছেলের শেষকৃত্য করার অনুমতি দেওয়ার জন্য তাকে রুশ কর্তৃপক্ষ চাপ দিচ্ছে।
এক ভিডিও বার্তায় লিউডমিলা জানান, তাকে একটি মর্গে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে নাভালনির মরদেহ দেখতে দেওয়া হয় তাকে। এ সময় নাভালনির মৃত্যু সনদেও সই নেওয়া হয় লিউডমিলার।
২০২১ সাল থেকে কারাগারে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক হিসেবে খ্যাত নাভালনি। গত বছরের শেষ দিকে তাকে রাশিয়ার উত্তর সাইবেরিয়ার ইয়ামালো–নেনেটস অঞ্চলে কারা কলোনিতে নেওয়া হয়। গত শুক্রবার সেখানেই তার মৃত্যু হয়। রাশিয়ার কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের দাবি, ৪৭ বছর বয়সী নাভালনি হাঁটাহাটির পর অসুস্থ বোধ করেন। প্রায় সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান। তখন জরুরিভাবে চিকিৎসক দলকে ডেকে আনা হয়।কিন্তু তাকে বাঁচানো যায়নি।